Skip to main content

Posts

দর্শনবিষয়ক তিনটি বই: যারা শুরু থেকে শুরু করবেন তাদের জন্য।

সক্রেটিস বলে গেছেন বিস্ময় থেকে জ্ঞানের শুরু।জ্ঞান  অসীম। জ্ঞানের শুরু আর শেষ আছে বলে আমার কাছে মনে হয়না।এই অপরিসীম জ্ঞানের জগতে দর্শনের জ্ঞান অর্জন কোথা থেকে শুরু করবো এই নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে সেজন্য আজকে দর্শনের তিনটা বই নিয়ে লিখবো যেখান থেকে যেকেউ অনায়াসে দর্শন পড়া শুরু করতে পারে। ১.Philosophy for Dummies :Dummies সিরিজের বই নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই।আমি personally এই সিরিজের বিশাল ভক্ত। পারলে সব বই কিনে ফেলি।৪০৩ পৃষ্ঠার বিশাল কলেবর এর এই বই লিখেছেন Tom Morries। মরিস ইউনিভার্সিটি অব নটরডেমের দশনের অধ্যাপক। বইয়ে সাকুল্যে নয়টা পার্ট, একেক পার্টে আবার একাধিক অধ্যায়।দর্শনের মূল সব বিষয় নিয়ে আলোচনা, তুলে এনেছেন দর্শনের Fundamental সব প্রশ্ন ও তার উত্তর। এই বইয়ে দার্শনিকের জীবনকাহিনী নিয়ে অত বেশি আলোচনা নেই,তবে বইয়ের একদম শেষে আছে "Parts of Tens"। দশজন বিখ্যাত দার্শনিক আর দশটা বিখ্যাত দর্শনের প্রশ্ন নিয়ে সাজানো এই অধ্যায়। ২.Philosophy 101: এই বইটি লিখেছেন  Paul Kleinman। উনার ডিগ্রি আছে আমাদের সময়ের সবচেয়ে বড় দার্শনিক প্রতিষ্ঠান Havard Divinity School
Recent posts

GLEITMAN Basic Psychology

আমার মেজর ছিলো বায়োক্যামিস্ট্রি, কিন্তু তাও সাইকোলজি আর ফিলোসফির প্রতি এক দুর্দান্ত আকর্ষন অনুভব করি।গতদিন নীলক্ষেত থেকে নিয়ে নিলাম Gleitman Basic Psychology বইটি।অরিজিনাল বই।দামও অনেক বেশি হওয়ার কথা কিন্তু দোকানদার পরিচিত হওয়ায় বেশ কম দামেই পেলাম,মাত্র ৫০০ টাকা।খুবই সুন্দর সংগ্রহে রাখার মত।

জীবনানন্দ দাশের কাব্যসম্ভার

জীবনানন্দ দাশের প্রথম কবিতাসমগ্রটা কিনি ২০১৪ সালে।তখন কেবল স্কুল পেরিয়ে কলেজে উঠেছি।বরিশাল শহরে থাকি তখন।টাউন হলের জীবনানন্দ মেলায় বইটা কিনেছি।তখনকার সময়ে দাম ছিলো প্রায় ৪০০ টাকা।৪০০ টাকা তখন অনেক টাকা,সারা মাসের প্রাইভেট খরচ।তাও টাকা জমিয়ে কিনে ফেলসি।  এরপর অসংখ্য জীবনানন্দের বই কিনেছি।তাও গতকাল নীলক্ষেত ফুটপাত ধরে হেটে যেতে চোখে পড়ল জীবনানন্দ দাশের কাব্যসম্ভার।কতিদনের পুরোনো এ বই।১৯৭১ সালে মহসীন হলের কবীর নামের একজন প্রথম কিনেছে।তখনকার সময় দাম ছিলো ১৫ টাকা।আমি কিনলাম ১৫০ টাকায়।বইটা দেখে আর লোভ সামলাতে পারেনি। এসব বই সংগ্রহে রাখতে পারাও সৌভাগ্য!  চিত্র: ঢাকা থেকে বাংলা ১৩৭৬ সনে প্রকাশিত। 

আমার পছন্দের পডকাস্টার

বর্তমান ইন্টারনেট দুনিয়ায় পডকাস্ট জিনিসটা খুবই পপুলার।আজকে আমি লিখবো আমার তিনজন পছন্দের পডকাস্টার নিয়ে। ১.Joe Rogan: পডকাস্ট এর দুনিয়ায় অবিসংবাদিত নাম Joe Rogan। উনার পডকাস্ট এর নাম  Joe Rogan Experience । উনি তাবৎ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে পডকাস্ট এ আলোচনা করেনা না।রাজনীতি থেকে দর্শন, বিজ্ঞান থেকে মার্শাল আর্ট বিভিন্ন ব্যাপার এ উনি ডাইভার্স হোস্টদেরকে ইনক্লুড করেন।                  Image : Joe Rogan Experience  ২.Lex Friedman : Joe Rogan এর ভক্তের সংখ্যা বেশি হলেও আমার ব্যক্তিগত পছন্দ Lex Friedman। রাশিয়ান আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট সবসময় এক্সাইটিং সব গেষ্ট হাজির করেন উনার পডকাস্ট এ।            Image : Lex Friedman Podcast ৩.Huberman Lab : আমার পছন্দের অন্যতম একজন পডকাস্টার হচ্ছেন Andrew D. Huberman। পেশায় Neuroscientist হলেও এই পডকাস্টার এর পডকাস্ট এ আছে নানা বৈচিত্র্য। যদিও বেশিরভাগ পডকাস্ট এ উনি  Health, Fitness,Aging, Depression এসব নিয়েই কথা বলেন।                      Image : Huberman Lab

Spanish Learning Resource

To learn a language is to have one more window from which to look at the world .  মাতৃভাষার পাশাপাশি অন্য যে কোন ভাষা শেখা যে কত চমৎকার একটা অভিজ্ঞতা হতে পারে একথা বলাই বাহুল্য। আমার ভাষাপ্রীতি শুরু হয়েছিলো ২০১৭ সালে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম থেকেই।তখন থেকেই Duolingo র সাথে জার্নি শুরু হয়। Spanish দিয়ে ভাষা শেখা শুরু তবে এরপর এ Duolingo তে আরো অনেক ভাষার enroll করেছি। তবে আজকে Spanish শেখার কয়েকটা resources নিয়ে লিখবো। ১. Duolingo : নিঃসন্দেহে ভাষা শেখার জগতে বিপ্লব নিয়ে এসেছে এই Duolingo  এপ। এই এপ্লিকেশন ব্যাবহার করে অনেক ভাষা শেখার সুযোগ আছে, তবে আপনি Spanish শিখতে চাইলে Spanish to English এবং English to Spanish দুটোতেই enroll করতে পারেন। Duolingo তে ভাষা শিখুন আর হারিয়ে যান XP, Gems এর মজার দুনিয়ায়।          চিত্র : Duolingo app এর অসাধারণ কালারফুল ইন্টারফেস ২. Books : Spanish শেখার জন্য বিগিনারদের উপযুক্ত অসংখ্য বই internet এ আছে। তবে Dummies সিরিজের Spanish for Dummies, Spanish All in one for Dummies এগুলা শুরু করার জন্য চমৎকার বই হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালেরIML

জাহাজের পটভূমিতে

সকালের কোলাহল শুরু হতে, শুরুর সূর্যের আলো যেইমাত্র জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তখন আর কে এলিয়ে থাকে গা বিছানার পরে? অতএব, চমৎকার একটা দিনের শুরু শুরু আরো কিছুকাল উদ্দেশ্যেহীন বেচে থাকা কি করে কাটবে এই নিরাশ সময়,সব এলোমেলো ভেবে। ঘর থেকে বের হয়ে একটি পাখিকে ডেকে যেতে দেখি শুধু গাছের আড়ালে তারপর দিন বেড়ে যায়,মানুষের সব  ক্ষুধা গ্রাস করে মৃত অন্ধকার  দুপুরের নিরবতা সবচেয়ে বেশি ভালো লাগে যখন সাগরতীরে ভিড়ে যায় পুরোনো জাহাজ নাবিকেরা নেমে পরে বন্দরের কাছে তাদের ও আছে প্রয়োজন আরো কিছুকাল বেচে উপভোগ করা এই সময়ের স্মৃতি  কত দিন কত রাত পরে,ভিড়ে তারা বন্দরের কাছে। বিকেলের আলোতে বসে চায়ের দোকানে সব কথা ভেবে যায় একটি যুবকে সব অন্ধকার কখন নামবে এই পৃথিবীর বুকে, কখন ফিরবে সব পাখিরা নীড়ে,  কখন উঠবে সব তারাদের দল, অন্ধকার ফুড়ে সব শান্ত চারিদিকে, সব কোলাহল শেষে কখন ফিরবে সব ক্লান্ত দেহ বিছানার পরে।

দুপুরে রোদের রং

দুপুরে রোদের রং খেলা করে সুপুরির বনে পাখি ডেকে যায় -অনেক রংয়ের পাখি ভেঙে দেয় নির্জনতা মানুষের মনে অনেক সময় পরে রোদের রংয়ের কাছে ম্নান হয় আমাদের সফলতা দিনের সময় আর রাতের সময় কিভাবে কেটেছে তার নিরেট হিসেব চায় আমাদের কাছে, জীবন। কত কথা পরে থাকে,বলা হয় অনেক সময় পরে,অনেক শপথ ভেঙে যায় ভুলে যাই, কত পথ পার হলে পাব জীবনের সব শ্রেষ্ঠ সফলতা আর কত হৃদয় পোড়ালে আর কত রাত্রি কাটালে কত অন্ধকার, সব আলো হয়ে ধরা দেবে।