Skip to main content

Posts

Showing posts from September, 2019

মধ্যদিনের সূর্যের ছায়া

একটা আকাশ ছিল,বহুদিনের পুরোনো ছোটবেলায় সূর্য দেখতাম,স্বপ্ন দেখতাম ঘুম থেকে উঠে আকাশদেখতাম, উড়োজাহাজের শব্দে ঘুম ভাঙত আর আমি ভাবতাম এই বুঝি যুদ্ধ শুরু হল, পৃথিবী ধ্বংসের সময় এসে গেল! আর ওপার বাড়ির ভেসে আসা সুর কত দুপুর একা কাটিয়েছি। একবারে নিশ্চিন্ত নিঠুর সময়, একবার ফিরে পাওয়া উচিত, ভুল শুধরাবার জন্য কখনও বলিনি, আশেপাশের ভালো মানুষদের ভালোবাসার কথা, তাদের কাছে কতটা কৃতজ্ঞ! আমাদের সময়গুলো আসলে আমাদের ছিল না সময় বিক্রি করে , হাট থেকে স্বপ্ন কিনেছি ! সে স্বপ্ন বাচিঁয়ে রেখেছি বুকের গভীরে ডুবে ছিলাম কতকাল হিমশীতল পুকুরে ! ঘরে , বাইরে আমাদের কত অবাধ বিচরন ছিল। কবিতার কত কথা আমাদের হয়ে ছিল । সেদিন আর আমাদের নেই,আসবেও না কখনও !