Skip to main content

Posts

Showing posts from September, 2018

"পূর্বপুরুষপরম্পরা "

জীবন বয়ে চলে সকালের স্নিগ্ধ বাতাসে পাহাড় পেরিয়ে যায়,যে সময় আরও সাদা আকাশের নিচে! আমরাও চলে যাই,গল্প বলা কাকডাকা ভোরে সারারাত আকাশের সাথে, তারাদের সাথে যে সখ্য ছিল,যে লেনদেন ছিল সবকিছু চুকে যায় সকালের আগেই! আমাদের অধিকার,দূরতর দ্বীপে আন্দোলন করে চলে পূর্বপুরুষ সময়ের সাথে তারা খেলা করে দূপুরে নদীর ঘাটে দিয়ে যায় ডুব সব পাপ ধুয়ে  ফেলে ক্রমাগত মুছে দেয় জীবনের সকল অসুখ! সীমন্তের হটে তারা হাড়ি ভাঙে সব সীমা লঙ্ঘন করতে চায় তবু তারা নিজ দেশ, সংসার,সমাজের অনুরাগী হতে চায় না! ১৯.৮.২০১৮ বরিশাল

"শৈশবের স্বপ্নেরা রং খেলা করে "

আমরা আসলে সবচেয়ে বেশি সৌভাগ্যবান, আমরা বেচে আছি! আমাদের স্বপ্নের সাথে প্রতিনিয়ত আমরা খেলা করি, আমাদের উঠা,বসা, ভালোলাগা, ভালোবাসা সবকিছু জুড়ে আমাদের স্বপ্ন থাকে।আমরা এড়াতে পারিনা আমাদের এই বোধ। তিল তিল করে গড়ে তোলা এই সুখ। আমরা থেকে আমিকে আলাদা করি, আমি হাটতে থাকি, আমার গ্রাম, আমার শহর,আমার সমস্ত জনপদ পিছনে পড়ে থাকে।আমার পরিবার, সংসার, সমাজ, ভালোকাজ সবকিছু  ফেলে স্বপ্নের কাছে ছুটে আসি।আসি আমার প্রানের দেবতার কাছে। বৃষ্টি দেখতে দেখতে আমি হারিয়ে যাই আমার অচেনা শৈশবে। বয়স খুব একটা বেশি হয়নি, এই বয়সেই আমার শৈশবের গল্প করতে ভালো লাগে। সবকিছু ছেড়ে ভবঘুরের দলে যোগ দেয়া মানুষ আমি। সবার সাথে মিশে হইহুল্লোড় করে বেড়ানো আমার স্বভাবে নেই। আমার শৈশবে নেই।খালের স্রোত ধরে নৌকা চলে গেছে, সবাই দলবেধে সে নৌকায় উঠে গেছে,আমি সমাজ বিছিন্ন, আমি পেছনে পড়ে রয়েছি।দূর থেকে হাত নেড়ে সবাইকে বিদায় জানচ্ছি । সে বিদায়ের দিনক্ষন আমার জানা নেই। সন্ধ্যাবেলাটা ছোটবেলায় একটা ঘোরের মত লাগত। জীবনে কিছু একটা আছে,কিছু একটা নেই এই ভেবেই হতাশ হতাম।তখন আকাশ আমার সংগী হত।ছোটবেলা থেকেই সেই আমার আকাশের সঙ্গে সখ্যতা।সমাজবিছিন্