Skip to main content

Posts

Showing posts from September, 2021

রাকানিয়েলো ও ভাইরোলজি

  বিভিন্ন কোর্স পড়ার আগে, ওই কোর্স রিলেটেড বেষ্ট লেকচারগুলো ইউটিউব খুজে দেখে নেই। অভ্যাসবশত,  Virology পড়ার আগে এই কাজ করতে যেয়ে খুজে পাই Vincent Racaniello (ভিনসেণ্ট রাকানিয়েলো) কে। রাকানিয়েলো কলম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ।উনি পোস্টডকে কাজ করেছেন ডেভিড বাল্টিমোরের সাথে পোলিওভাইরাস নিয়ে।আর বাল্টিমোর কে আমরা সবাই চিনি ভাইরাসের ক্লাসিফিকেশান এর জন্য। https://onceascientist.net/2020/05/26/ep15/ ইউটিউব এ Racaniello র অত্যন্ত চমৎকার একটা চ্যানেল রয়েছে উনার নিজের নামেই  https://www.youtube.com/c/VincentRacaniello/featured ।এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ের উপর ৫ টা পডকাস্ট হোস্ট করেন : This week in Virology, This week in Parasitism,This week in Microbiology, This week in Evolution এবং  Urban Agriculture । আমাদের  সবার পরিচিত ফ্লিন্টের Principles of Virology  বইয়ের কো-অথর উনি ।ভাইরোলজি বিষয়ক যেকোনো কিছু গুগল করলে সবার আগে যে ওয়েবসাইট টা এসে হাজির হয় virology.ws ওটা উনার ই হাত ধরে গড়ে ওঠা ।২০১৫ সালে তিনি American Society for Virology এর প্রেসিডেন্ট ছিল

এক ফাইল জীবনানন্দ

  জীবনানন্দের সবরচনা (কবিতা,উপন্যাস,প্রবন্ধ) যাতে একসাথে হাতে পাওয়া যায়, তাই জন্য ইন্টারনেট এ এভেইলএবল বইগুলা ডাউনলোড করে একত্রীকরন(Merge) করে রাখসি। সেই ২০১৫ এ কলেজ পড়ুয়া বাউন্ডুলে কৈশোরে বরিশালে টাউনহলের জীবনানন্দ মেলা থেকে প্রথম অবসর প্রকাশনীর "প্রকাশিত - অপ্রকাশিত কবিতাসমগ্র" কিনেছিলাম জীবনানন্দ দাশের।তারপর বহুদিন শিয়রের পাশে জীবনানন্দ রেখে ঘুমিয়েছি।ঘুম ভেঙে উঠে পড়েছি।সমগ্র কৈশোর জুড়ে জীবনানন্দআচ্ছন্ন হয়ে কাটিয়ে দিয়েছি।এখন হাত বাড়ালেই ঐতিহ্য প্রকাশনীর জীবনানন্দ রচনাবলি (১- ৬ খন্ড) পাওয়া যায়।এখনও মানুষ ঘোরের মধ্যে ইনস্টাগ্রামে ছবির ক্যাপশান এ জীবনানন্দর কবিতা দিয়ে উদযাপন করে।আমার একটা ছোট্ট প্রয়াস এই সব কবিতা, উপন্যাস আর প্রবন্ধ একত্রিত করে সবার মাঝে একটা ফাইল হিসাবে ছড়ায় দেয়া,কারন জীবনানন্দ কবি হিসেবে আমাদের কাছে যতটা পরিচিত ততটাই অপরিচিত প্রাবন্ধিক আর ঔপন্যাসিক হিসেবে . Downloadable Drive Link: https://drive.google.com/file/d/1JP6MtHyp_RqDbYS8Vjzoz08Yj0tt7aIi/view?usp=sharing 📕📕 Drive Link

রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কার এর পছন্দের কিছু অংশ

  রবীন্দ্রনাথের সঙ্গে জীবনানন্দের ব্যক্তিজীবন ও সামাজিক অবস্থানের একটা তুলনা কৌতূহলোদ্দীপক হতে পারে। দুজনেই ব্রাহ্ম,কিন্তু জীবনানন্দ ব্রাহ্মদের সম্পর্কে আস্থা হারিয়ে  ফেলছেন।ব্রাহ্মদের ছুঁতমার্গ ও নীতি-কঠোরতা তিনি পছন্দ করতে পারছেন না।ভাগ্যের এমনই পরিহাস,ব্রাহ্ম নীতিবাগীশদের জন্যই তিনি চাকরি হারিয়েছেন এবং অন্য কোনো ভালো চাকরি পাননি।ব্রাহ্ম হলে সেই সময় অনেক সুবিধে পাওয়া যেত,কারন তখন বহু স্কুল কলেজ,শিক্ষা বিভাগে ছিলো ব্রাহ্মদের আধিপত্য। সেই হিসেবে, ইংরেজিতে এম এ পাস করার প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাহ্ম পরিচালিত সিটি কলেজে সহজেই চাকরি পেয়েছিলেন। সেই চাকরি রক্ষা করতে পারলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারতেন জীবনানন্দ। গন্ডগোল বাধে সরস্বতী পূজা নিয়ে। বাংলার প্রায় সব স্কুল-কলেজেই সরস্বতী পূজো হয়, সিটি কলেজের অধিকাংশ ছাত্রই হিন্দু, তারাও সরস্বতী পুজো করতে চেয়েছিলো।কলেজ কতৃপক্ষের তাতে  ঘোর আপত্তি। এখনকার সহজ বুদ্ধিতে মনে হয়, ব্রাহ্ম কতৃপক্ষ অতখানি কট্টর না হয়ে যদি ছাত্রদের বুঝিয়ে বলতেন, কলেজ কম্পাউন্ড বাদ দিয়ে একটু বাইরে গিয়ে পূজা করো না বাপু, তা হলেই সমস্যার সমাধান হয়ে যেতো।কিন্তু তা হয়নি।কতৃপক্ষ

সাপ্তাহিক মুখবন্ধ

  লেখার অভ্যাস জারি রাখা কিংবা ব্লগ কে সচল রাখা দুইক্ষেত্রেই সাপ্তাহিক কিছু একটা লেখা দরকার। সারা সপ্তাহের স্ট্রেস ঝেড়ে ফেলতেও লেখা উচিত।সপ্তাহজুড়ে ঘটে যাওয়া ঘটনা,আর সেসব থেকে গ্রহণ করা শিক্ষাটাও লিখে রাখা উচিত।সেই ভাবনা থেকেই শুরু করলাম "শব্দসাপ্তাহিক"।সপ্তাহান্তে কাজে কিংবা পড়াশোনার ফাকে একটু সময় করে কিছু একটা লিখে ব্লগে দেওয়ার জন্যই এই সাপ্তাহিক সেকশান টা চালু করা।ব্লগের নাম শব্দশৈশবের সাথে মিল রেখে এর নাম রাখলাম শব্দসাপ্তাহিক।দাঁতভাঙা কোন রাজনৈতিক বিশ্লেষণ থাকবে না এখানে,এরচে বরং ছুটির দিনে দেখা কোন মুভি কিংবা পড়া কোন বইয়ের ছোট্ট করে আলোচনা সমালোচনাই বেশি জায়গা পাবে।আরো জায়গা পাবে নিজের অভিজ্ঞতা, যা জানা দরকার আমার নিজের এবং আমার আশেপাশের সকলের।