Skip to main content

Posts

Showing posts from October, 2019

বদ্ধ বাহাদুরি

দিনশেষে ঘরে ঘিরে যাওয়ার তাড়া, তাড়িয়ে বেড়াচ্ছে জন্মান্তর ফুরিয়ে এসেছে অবশিষ্ট দিনের আলোটুকু স্বপ্নের পাশে রাখা আছে এক টুকরা মোমের প্রদীপ! জ্বালবো বলে বসে আছি অনন্তকাল, যুগের সমাপ্তি হয়ে শতাব্দী ও শেষ হতে চলল অনুভূতিগুলো গাড় হয়েছে, উন্নতি হয়নি কিছুই পেরিয়ে গেছি কাটাতার, সীমানার সকল বাধার কাছে পরাজিত হয়েও জিতেছি! তোমাদের ভালোবাসার সকল বাহানা, দেখেও বুঝিনি, তার মহান বাসনা আকাশের তলে জ্বলে সূর্যের মতন সেসব আকাশ, ভালোবেসে গেছি সেইসব তোমাকেই শুধু আর ভালোবাসা হলনা!