Skip to main content

Posts

Showing posts from December, 2020

উজ্জীবিত অবকাশ

 নিস্তব্ধ বাতাস কথা কয়, চিকন পাতার সুরে  সমাজের সকল অবরোধ ভেঙে পড়ে মিছিলের তীব্র কোলাহল,দুপুরে রোদের ভিতরে, স্বপ্ন, স্মৃতি, সময় ভুলে গিয়ে আরো এক সময়ের রঙিন স্বপ্নে ডুবে মাঠ ছেড়ে রাজপথ জুড়ে, ছড়ায়ে  যায় স্বপ্নের ভেতরে। তারপর অনেক বিকাল আসে ঘিরে তারপর সব সন্ধ্যা শেষ,ফিরে যায় বড় সীমানাতে, তখনো আকাশ আছে জেগে তখন চাদের জোছনা মেখে, তখনো  মিছিলের সব সাহস নিয়ে বুকে  সব গল্প, কোলাহল পুনরায় উজ্জীবিত করে। হঠাৎ স্বপ্নের ভিড়ে, হাজারো রংয়েড় ভিড়ে  সরে, বলে দেয় সকল কথা সংসারে জীবনের সকল ব্যার্থতা, সময়ের সকল হতাশা  ,অপমানের সকল লাঞ্ছনা, চুপে নিয়ে বুকে  সে আকাশ একটুও ভুলে নি যে তাকে!

স্টিভেন প্রুইট : উইজার্ড অফ উইকিপিডিয়া

ছবি :স্টিভেন প্রুইট Steven Pruitt স্টিভেন প্রুইট (Steven Pruitt) এক অদ্ভুত মানুষ।সম্ভবত, এই গ্রহের অন্যতম সেরা  উদার মনের  মানুষ। তার কারবার হচ্ছে বিনামূল্যে সবার কাছে ইনফরমেশন ছড়িয়ে দেয়া। এই কাজটি তিনি করে থাকেন Wikipedia এর মাধ্যমে।  ইন্টারনেট জগতে সর্বাধিক ভিজিট করা পেজের মধ্যে অন্যতম হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া হচ্ছে ইন্টারনেট বেসড এনসাক্লোপিডিয়া। এর যাত্রা শুরু হয় ২০০১ সালে। আর এই উইকিপিডিয়ারই একজন সুপারহিরো হচ্ছেন এই স্টিভেন প্রুইট। তিনি প্রায় ৩ মিলিয়ন আর্টিকেল ইডিট করেছেন এবং ৩৫ হাজার আর্টিকেল তৈরি করছেন। ইংরেজি ভাষায় লেখা এক-তৃতীয়াংশ আর্টিকেল ই তার লেখা।উইকিপিডিয়ায় "Women in Red" নামে একটি প্রকল্পের মাধ্যমে তিনি মহিলাদের বায়োগ্রাফি প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ইন্টারনেট জগতের ২৫ জন প্রভাবশালীর তালিকায় তার নাম ২০১৭ সালের টাইম ম্যাগাজিন এ প্রকাশ পেয়েছে। টেক্সাসের স্যান অন্টানিও তে বসবাসরত এই ব্যাক্তি  "San Amantio di Nicalao" নামেই লিখে থাকেন।আমেরিকার উইলিয়াম এন্ড মেরি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে, তিনি এই পুরো কাজটি করেন