Skip to main content

Posts

Showing posts from February, 2023

দুপুরে রোদের রং

দুপুরে রোদের রং খেলা করে সুপুরির বনে পাখি ডেকে যায় -অনেক রংয়ের পাখি ভেঙে দেয় নির্জনতা মানুষের মনে অনেক সময় পরে রোদের রংয়ের কাছে ম্নান হয় আমাদের সফলতা দিনের সময় আর রাতের সময় কিভাবে কেটেছে তার নিরেট হিসেব চায় আমাদের কাছে, জীবন। কত কথা পরে থাকে,বলা হয় অনেক সময় পরে,অনেক শপথ ভেঙে যায় ভুলে যাই, কত পথ পার হলে পাব জীবনের সব শ্রেষ্ঠ সফলতা আর কত হৃদয় পোড়ালে আর কত রাত্রি কাটালে কত অন্ধকার, সব আলো হয়ে ধরা দেবে।

দীর্ঘশ্বাস -নদীর ধারে।

আমাদের ভেতরে জেগে থাকে একটা দীর্ঘশ্বাস  হৃদয় ঘুমায়ে যায়,জেগে থাকে আমাদের মন কত দিন পরে, কোনো এক শান্ত শীত ভোরে দূর থেকে ভেসে আসে খেজুর পাতার ঘ্রাণ  রংয়ের আকাশে ভেসে মেঘ একটুকু বয়ে নেওয়া রঙিন আবেগ। আমরা ভাবতে থাকি টিনের চালের নিচে শুয়ে কত বাস ট্রাম চলে,আর কত দূর দৌড়ালে  আমাদের কাছে এসে সময় ক্ষমা চেয়ে নেবে আর কত গল্প বলে,কত সব কবিতা লেখা হলে মানুষ ভেবে নেবে সফল জীবন কত দিন, কত সন্ধ্যা পাখির ডাকের থেকে আকাশ দেখে,নিরবে নদীর পারে নদীর ঢেউয়ের সাথে কত কথা বলা হলে পরে আমাদের বন্ধু হবে,আমরা হবো বন্ধু নদী কিংবা ঘাসের  কত দিন কথা হয় ওই নীল পাখিদের সাথে।

ভোরের কবিতা- পাখিদের গানে

এইখানে জানালার ফাকে দেখা যায় আমের মুকুল করলার ফুল,ফুটে আছে দেয়ালের পাশে প্রেমিকার মুখ ভেসে আছে কয়েকটা বাড়ি পরে। কতকাল দেখিনি সে মুখ সময় চলিয়া গেছে, সেরে গেছে প্রেমের অসুখ,কত কাল কত দিন চলে গেছে? আজ এই কুয়াশার ভোরে  পাতাঝরা লম্বা গাছের ভিড়ে  ব্যাস্ততম দিনের শিয়রে  একবার একটা কথাকে বলে দিয়ে প্রেমিকার কাছে  সব শান্তি, সব রোদ নিবো নিজের গায়ে মাখিয়ে।