কানিজ্জা ত্রিভূজ (Kanizsa Triangle ) হচ্ছে একধরনের বিভ্রান্তি সৃষ্টিকারী সীমারেখ(Illusionary contours) । যা আসলে আমাদের চোখে আপাতদৃষ্টিতে কোনো রং পরিবর্তন ছাড়াই একটি প্রান্তের উপলব্ধি তৈরি করে।যদিও এরকম প্রান্ত বাস্তবে সেখানে উপস্থিত থাকে না তবুও কোনো ব্যাক্তি যখন সেটার দিকে তাকায় তখন কালো বহির্ভাগ দিয়ে ঘেরা ত্রিভুজ উপলব্ধি করতে পা চিত্র : কানিজ্জা ট্রায়াংগেল (Kanizsa Triangl) ১৯৫৫ সালে ইতালিয়ান মনোবিজ্ঞানী গাইতানো কানিজ্জা (Gaetano Kanizsa) সর্বপ্রথম কানিজ্জা ট্রায়াংগেল আবিষ্কার করেন।এটা বিভ্রান্ত সৃষ্টিকারী সীমারেখার প্রকৃষ্ট উদাহরন। প্যাকম্যান (pac-man) ফিগারকে বিভিন্ন কনফিগারেশন এ সাজিয়ে তিনি এটা তৈরি করেন। এর পেছনে মূলত কাজ করে "Law of closure" নামক সূত্র। এই সূত্রানুযায়ী,যখন বিভিন্ন অবজেক্ট কে গ্রুপ করে রাখা হয় তখন তাদের পূর্নাঙ্গ চিত্র দেখা যায়।আমাদের ব্রেইন নিজে থেকে ফাকা জায়গাগুলো পূরন করে নেয়। এখানে সংযুক্ত চিত্রটিতে, তিনটি কালো বৃত্ত ও দুটি ত্রিভুজ দেখা যায়। যদিও সেখানে বাস্তব...
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!