কিওক্রাডং ভ্রমনের ইতিবৃত্ত কিওক্রাডং ভ্রমনের অপূর্ব বৃত্তান্ত লিখতে বসলাম, পাহাড় দেখার অনাবিল আনন্দ, সীমাহীন বিশালতা আমদের মনকে পরিপূর্ণ করে দিয়েছে । ডিসেম্বর এর পনের তারিখ রাতে চিটাগংগামি বাস এ চেপে বসলাম আমরা বেশ কয়েকজন। ঢাকা চিটাগাং মহাসড়কে জ্যাম এর কারণে পৌছতেই সকাল ১১ টা। চিটাগং থেকে যেতে হবে বদ্দারহাট। বন্ধুমহলে চিটাগংবাসী লোকজন থাকায় কাজটা সহজ হয়ে গেল। বদ্দারহাট থেকে যেতে হবে বান্দরবান ,পুবালি বাস এ করে রওনা করলাম। ভেবে রেখেছিলাম পাহাড়ি এলাকায় ঢুকেই পরেছি,কিন্তু বান্দরবান আসার আগে পর্যন্ত তেমন কোন পাহাড় এর দেখা পাইনি। তিন ঘন্টার জার্নি করে বান্দরবান এসে পৌছালাম। বান্দরবান পৌছতেই বেশ খানিকটা দেরি হয়ে গেল। সকালে দেরি হওয়ার প্রভাবটা ভাল করেই পরল। কারন বান্দরবান থেকে রুমা যাওয়ার বাস দুপুর ৩ টার পর আর পাওয়া যায় না। বাধ্য হয়ে বাস রিজার্ভ নিতে হল। শেষ বিকেলে ঢুলুঢুলু চোখে পাহাড় এর আবেশ অনুভব করতে পারলাম। রুমা বান্দরবান অবস্থিত একটা থানা শহর। রাতে রুমাতেই অবস্থান করতে হল। গাইড এর কল্যাণে সব কিছু গুছানোই পেয়েছেলাম। থাকার হোটেলটা ছিল বেশ সুন্দর, সাঙ্...
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!