ফ্রয়েডের Beyond the Pleasure Principle নামে প্রবন্ধটি বিশ্বের সর্বত্র তার দার্শনিক রচনা হিসেবে চিন্হিত এই প্্রবন্ধেই তার বহু আলোচিত মর্তুকাম বা 'death wish' তত্্বটি ঘোষিত হয়েছে। ফ্রয়েডের মূল সূত্রগুলি সংক্ষেপে: সুখানুভূতি বা Pleasure Principle মানুষের জীবনে এক প্রধান তাড়না ; আমরা এমন কাজ করি বা করতে পছন্দ করি সেগুলো সবই সুখানুভূতির তাড়নায় ভালো বেতনের চাকরি করা, মনের মত বাসস্থান, ও গাড়ি কেনা, দামী রেস্তোরাঁয় ডিনার করতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্ত সর্বপ্রকারের সুখানুভূতিকে সফল করা সম্ভব নয়।স্রেফ মজার জন্য ট্রাফিক আইন ভঙ্গ করে ভুল দিকে গাড়ি -ড্রাইভ করা একেবারেই অনুমোদিত নয়। কারন যে-সমাজে আমরা বাস করি তার কতকগুলো নির্দিষ্ট বিধিনিষেধ আছে। এই সামাজিক ব্যবস্থাকে ফ্রয়েড বলেছেন reality principle. মানুষ ও প্রাণীমাত্রই আপ্রান চেষ্টা করে বেঁচে থাকার ;এটা তাদের অন্যতম সর্বাপেক্ষা শক্তিশালী প্রবৃত্তি বা instinct এবং আর একটি শক্তিশালী প্রবৃত্তি ও সুখানুভূতি যৌনক্রিয়া যার মৌল উদ্দেশ্য তাদের নিজেদের প্রজাতি (spec...
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!