বর্তমান ইন্টারনেট দুনিয়ায় পডকাস্ট জিনিসটা খুবই পপুলার।আজকে আমি লিখবো আমার তিনজন পছন্দের পডকাস্টার নিয়ে। ১.Joe Rogan: পডকাস্ট এর দুনিয়ায় অবিসংবাদিত নাম Joe Rogan। উনার পডকাস্ট এর নাম Joe Rogan Experience । উনি তাবৎ দুনিয়ার এমন কোনো বিষয় নেই যা নিয়ে পডকাস্ট এ আলোচনা করেনা না।রাজনীতি থেকে দর্শন, বিজ্ঞান থেকে মার্শাল আর্ট বিভিন্ন ব্যাপার এ উনি ডাইভার্স হোস্টদেরকে ইনক্লুড করেন। Image : Joe Rogan Experience ২.Lex Friedman : Joe Rogan এর ভক্তের সংখ্যা বেশি হলেও আমার ব্যক্তিগত পছন্দ Lex Friedman। রাশিয়ান আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট সবসময় এক্সাইটিং সব গেষ্ট হাজির করেন উনার পডকাস্ট এ। Image : Lex Friedman Podcast ৩.Huberman Lab : আমার পছন্দের অন্যতম একজন পডকাস্টার হচ্ছেন Andrew D. Huberman। পেশায় Neuroscientist হলেও এই পডকাস্টার এর পডকাস্ট এ আছে নানা বৈচিত্র্য। যদিও বেশিরভাগ পডকাস্ট এ উনি Health, Fitness,Aging, Depression এসব নিয়েই কথা বলেন। ...
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!