পহেলা বৈশাখ বাঙালির প্রানের উৎসব। বাঙলা বর্ষের প্রথম দিন, নতুন বছরকে বরণ করে নেয়ার ধুমধাম মহোৎসব। সেই অতীত কাল থেকে চলে আসছে বাংলা বছর বরণ করে নেয়ার উৎসব। আর এখন সেটা হয়ে গেছে গোটা বিশ্বের সব বাঙালির মিলনোৎসব। আমাদের ছোটবেলায় আমরা পহেলা বৈশাখ দেখেছি। পালন করেছি, নতুন বছরে সৃষ্টিকর্তার কাছে সুখ সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করেছি। এদিন পুরো পরিবারের সবার মধ্যে উৎসবমুখর ভাব থাকে। সকাল সকাল সবাই মিলে দই চিরা খাওয়ার মধ্য দিয়ে শুরু। পরিবারের বড়দের প্রণাম করে প্রণামী নেয়া হত খাওয়ার পরে। ছোটবেলায় পহেলা বৈশাখে দেখা আরেকটা উৎসব হচ্ছে "আম ভাসানো "। ছোট আমের মুকুল পুকুরে ভাসানো। মানে হিন্দুধর্মীয় দৃষ্টিকোন থেকে মা গঙ্গার কাছে উৎসর্গ করা। এর মধ্যে দিয়ে, যাতে আমের ফলন ভালো হয় তার আশীর্বাদ চাওয়া। এরপর এঘর ওঘর ঘুরে সবার কাছে আশীর্বাদ চাওয়া, দুপুরে সবাই একসাথে খাওয়া। এরপর বিকেলে চলে যেতাম বৈশাখী মেলায়। এই এক উৎসব আমার সমগ্র শৈশবকে মাত করে রেখেছে। গ্রামের মাঠে ঘোড়দৌড় দেখে, কতদিন ঘোড়সওয়ার হওয়ার ইচ্ছা লালন করেছি। মেলায় যেয়ে ঘুরতাম, আচার খেতাম, আর আনুষাঙ্গিক ছিলো বড় ডাটওয়ালা বেলুন ও মাটির ঘোড়া ক...
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!