আজ সকালটা জুড়ে প্রচন্ড বৃষ্টি একটা সজীব গন্ধ বাতাসে একটা জীবন ক্ষয়ে যায়, একটা না বলা কথা রয়ে যায় বুকের গভীরে যেমন থাকে দীর্ঘদিন না দেখে থাকা প্রেমিকের সুর। সকালটা জুড়েই বৃষ্টি এরকম অসাধারণ এক সকালে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখা জীবনের হিসেব কষা সময়ের ফাক গলে কোথা থেকে কত বছর চলে গেল, কখন বাস্তবতা এসে সামনে দাড়ালো, সেসব হিসেবের সময় না। কবিতা লেখার সময় কি? হতেও পারে, কত স্বপ্নই তো কবিতা হয়ে যায় কবিতারা পিছু ছাড়ে না বৃষ্টি দিনে আরো বেশি জেকে বসে মাথার ভেতরে। এসব কবিতা লিখতে লিখতেই একদিন কবিরা টের পেয়ে যায় ফুরিয়ে এসেছে জীবনের সময়। ------------------------------------------- নিয়ামতি বন্দর, বরিশাল। ২৯ জুন, ২০২৪.
কেউ ফিরে যায়, কেউ ফিরে আসে ; ফেরে তো সবাই!