একটি কথা ঝরের দিনে
মনে উঠে ঝলমলিয়ে, প্রেমের কথাতোমার কথা, দুচোখ জুড়ে
বুক ভিজিয়ে, ভালোবাসার আশার আলো
ভরিয়ে দেয় খলখলিয়ে!
একটা আকাশ আধার হয়ে
সব কাটাকে সরিয়ে দিয়ে
উড়িয়ে দিয়ে স্বপ্নগুলো
ভাসিয়ে নেয় তোমার পানে!
সব দুপুরের নিরবতায়
তোমার পথে চোখ তাকিয়ে
কাটিয়ে দিবে অনন্তকাল
ভালোবাসার সেসব আকাল
ফুরিয়ে যাবে সেই সময়ে!
অনবদ্য
ReplyDelete